রক্তদিন, জীবন বাঁচান।
রক্তলাগবে ডট কম -এর অন্যতম বৈশিষ্ট্য সমূহ
তথ্যের নিরাপত্তা
আপনার মোবাইল নং এবং ইমেইল সরাসরি প্রদর্শন করানো হবে না
অপ্রস্তুত মুড
কোনো কারণে রক্ত প্রদানে অক্ষম হলে আপনি অস্থায়ী ভাবে রক্তদানে প্রস্তুত নই" অপশনটি ব্যবহার করতে পারবেন।
একাধিক স্থানে রক্তদান
আপনি চাইলে একাধিক স্থানে রক্ত দানের জন্য বাছাই করতে পারবেন । এক্ষেত্রে আপনি প্রোফাইলে "একাধিক স্থানে রক্তদান" ফিল্ডটি ব্যবহার করুন ।
সংগঠন তৈরী করুন
আপনার বর্তমান সংগঠন এবং তার সদস্যদের রক্তলাগবে ডট কম নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে আরো সুযোগ করে দিতে পারেন ।
মানবতার কল্যাণে এগিয়ে চলার প্রত্যয়ে