Login Form

Remember Me Forgot Your Password?
Not a member? Sign up

Signup Form

ALready member? Log in

একজন মানুষের জীবন রক্ষা করা সমগ্র মানবজাতির জীবন রক্ষা করার মতো মহান কাজ ।

সূরা মায়েদা : ৩২

রক্তলাগবে ডট কম -এর অন্যতম বৈশিষ্ট্য সমূহ

তথ্যের নিরাপত্তা

আপনার মোবাইল নং এবং ইমেইল সরাসরি প্রদর্শন করানো হবে না

অপ্রস্তুত মুড

কোনো কারণে রক্ত প্রদানে অক্ষম হলে আপনি অস্থায়ী ভাবে রক্তদানে প্রস্তুত নই" অপশনটি ব্যবহার করতে পারবেন।

সংগঠন তৈরী করুন

আপনার বর্তমান সংগঠন এবং তার সদস্যদের রক্তলাগবে ডট কম নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে আরো সুযোগ করে দিতে পারেন ।

কিছু ভুল ধারনা:-

  • রক্ত দান করার সময় ব্যথা লাগে - এটি ভুল ধারণা। রক্ত দান করার সময় মোটেও ব্যথা লাগে না। শুধূমাত্র সূচ ফোটানোর সময় অল্প একটু অস্বস্তি লাগে।
  • রক্তদানের পর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে - এটি ভুল ধারণা। আসলে রক্তদান করলে হৃদরোগের ঝুঁকি কমে এবং দেহে মাত্রাতিরিক্ত আয়রন বা লৌহ সঞ্চয় প্রতিরোধ করে।
  • ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি রক্ত দিতে পারবে না - এটিও ভুল ধারণা। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বিবেচিত হলে, ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি ততক্ষণ রক্ত দান করতে পারবেন, যতক্ষণ ওই ব্যক্তির রক্তের গ্লুকোজ লেভেল স্বীকৃত সীমার মধ্যে থাকবে।
  • উচ্চরক্তচাপের কারণে রক্তদান করা যায় না - এটিও ভুল ধারণা। রক্তদানের সময় ব্লাডপ্রেসার ১৮০সিষ্টোলিক ও ১০০ডায়াষ্টোলিকের মাঝে থাকলে রক্ত দেওয়া যায়।
  • রক্তদানের পর আপনি কোনো প্রকার অসস্থি বোধ করবেন না কিংবা অজ্ঞান হয়ে যাবেন না। এই ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে।

মানবতার কল্যাণে এগিয়ে চলার প্রত্যয়ে

রক্তলাগবে ডট কম এখন আপনার শহরে।

শীঘ্রই রেজিস্ট্রেশন করে হয়ে যান আমাদের টিমের গর্বিত সদস্য এবং মানবতার সেবায় এগিয়ে আসুন।